তোমার দ্বারা হাজার নয় একজন মানুষ সঠিক পথের দিশা পেলেই হবে
That's enough
তুমি মাত্র একজন মানুষ সঠিক ভাবে পরিবর্তন কর ,আর তাকে বলে দিও সে যেন মাত্র একজন মানুষ সঠিক পথের দিশা দেখায়। আগামী প্রজন্ম ইসলামের হবে, ইনশাআল্লাহ ।
JaHiRuL isLaM AKASH
Monday, April 22, 2024
ইসলামিক স্টাটাস ।। JaHiRuL isLaM AKASH
Friday, April 19, 2024
সনাতন ধর্ম ইসলাম ধর্ম
সনাতন ধর্ম মূলত ইসলাম ধর্ম।
সনাতন মানে পুরাতন । তা হলে সনাতন মানে যদি পুরাতন হয় তবে
আদম (আ) হচ্ছেন মানব জাতির প্রথম পুরুষ । হজরত আদম (আলাইহিস সালাম) কে প্রথম মানুষ এবং প্রথম নবী বানিয়েছেন আল্লাহ । কুরআন ও হাদিসে আদম (আ) এর জীবন ও তাঁর সাথে সংঘটিত বিভিন্ন ঘটনা উল্লেখিত আছে।
আদম (আ) সরাসরি আল্লাহর দ্বারা মাটি থেকে সৃষ্টি করা হয়েছিলেন এবং আল্লাহ তাকে বেহেশতে বসবাসের জন্য পাঠিয়েছিলেন। তিনি ও তাঁর স্ত্রী হাওয়া । জান্নাতে থাকাকালীন নিষিদ্ধ ফল খাওয়ার পর পাপ করেন এবং পরে পৃথিবীতে পাঠানো হয়। তাদের জীবনের এই ঘটনাবলী মানবজাতির উৎপত্তি ও পাপের ধারণা বোঝাতে ব্যবহৃত হয়।
ইসলাম ধর্মে আদম (আ) কে নবী হিসেবে শ্রদ্ধা করা হয় এবং তাঁর জীবনী মানুষের প্রাথমিক ইতিহাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। তাই সনাতন ধর্ম হলো ইসলাম ধর্ম।
ঈমান ভাঙ্গার ১০ টি কারন।
ইসলামের পরিপ্রেক্ষিতে ঈমান ভাঙ্গার বিভিন্ন কারণ আলোচিত হয়। এখানে ১০টি প্রধান কারণ উল্লেখ করা হলো যা একজন মুসলিমের ঈমানের ক্ষতি করতে পারে:
1. **শিরক (Associating partners with Allah):** আল্লাহর সাথে অন্য কিছুর সমতুল্য মনে করা বা তার সাথে কাউকে শরিক করা। [ সূরা আয্-যুমার ৬৫ নং আয়াত ]
2. **কুফরি (Denying any aspect of Islam):** ইসলামের যে কোনো বিষয়কে পূর্ণাঙ্গভাবে অস্বীকার করা।
3. **নিফাক (Hypocrisy):** বাহ্যিকভাবে ইসলামের অনুসারী হওয়ার ভান করা অথচ অন্তরে অবিশ্বাস পোষণ করা। মোনাফিকি ।
4.** নবি ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে**
5.**আল্লাহর বিধান যাদের ভালোলাগে না ** আল্লাহর বিধান যাদের ভালোলাগে না । যেমন নামাজ ভালো করে পরে , রোজা ভালো করে পড়ে কিন্তু দিন কায়েম করা লাগবে তা করে না এই খানেই তার আল্লাহর বিধান ভালো লাগে না এটা এককটা উদাহরণ দেওয়া হলো অথচ নামাজ যেমন ফরজ দিন কায়েম করা একই ফরজ । এমন করা যাবে না আল্লাহর বিধান পরি পুণ্য মানতে হবে । আর আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায়। দিন কায়েম করাকে অনেকে ভালো মনে করে না। তাই এই উদাহরণ দেওয়া হয়েছে ।
6.** দিনের কোন বিধানকে নিয়ে যদি কটাক্ষ করে:**উপহাস করা , ঠাট্টা করা ইত্যাদি
7. **জাদু এবং তন্ত্র-মন্ত্র করা:** জাদুর মাধ্যমে উপকার অথবা অপকার করার চেষ্টা করা।
8.**মুসলমানদের বিরুদ্ধে যারা সরযন্ত্র করে:** মানুষের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে যারা সরযন্ত্র করলে তাদের ঈমান নষ্ট হয়ে যায়।
9.**কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করলে ইমান ভেঙ্গে যায় :** এমনকি নবিজিকেও না কারণ নবিজি ইসলামের প্রচারক ছিলেন।
10.** ইসলামের কোন বিধানকে যারা গৃনা করে:** [ সুরাহ সিজদা 22 নং আয়াতের ব্যাখ্যা ]
এই কারণগুলি ঈমান ভাঙার জন্য প্রধান এবং সাধারণত ইসলামিক শিক্ষা এবং ধর্মীয় আলোচনায় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
---------------------------------------
সনাতন ধর্ম ইসলাম, বিস্তারিত দেখুন-----