Saturday, August 12, 2023

বল বল বল তোরা সত্য কথা বল , লুটে পুটে এ দেশটাকে খাবি কতো কাল লিরিক্স

                   

____________কথা ও শুর  :- Jahirul Islam Akash


গানের শিরো নাম:-

 **বল বলবল  তোরা সত্য কথা বল , লুটেপুটে এ দেশটাকে খাবি কত কাল ।

________________________

 **বল বলবল  তোরা সত্য কথা বল , লুটেপুটে এ দেশটাকে খাবি কত কাল .2

* * * কত আর চাকরি খাবি , কত আর ঘুষ নিবি 2


কত আর চাঁদাবাজি লুটপাট কোরে প্যাট বাঁচাবি


কত আর কৃষক শ্রমিকের পেটেতে লাতথি দিবি 


কত আর গরিব দুঃখী রিকশাওয়ালা গার মোরাবি


যাবে কবে মুচকি হেসে ঘুস নেওয়ার ছল .


**বল বলবল  তোরা সত্য কথা বল , লুটেপুটে এ দেশটাকে খাবি কত কাল ...2..




** এ আবার কোন সে খেলা , এটা কোন জালের বেড়া


এ দেশের মসজিদেতে বানোয়াট ঐ কিতাব ছুড়ে


মুসলিম পথ ভুলিয়ে নিবি তোরা কাদের দলে


তোড়াতো ইসলামকে বুং ভাঙ্গ দিলি বুঝিয়ে


যারা খুলছে চোখ তাদের জেলে কেন রাখলি দোরে 


তারা তারি পাখি গুলো খাঁচা থেকে ছাড়


**ছাড় ছাড় ছাড় তোরা সোনার বাংলা ছাড় এবার তোদের খুরব কবোর ছাড় পাবি না আর..2..




* * * এ আবার কোন কাহিনি  , এ আবার কেমন রিতী


এ দেশের লক্ষ যুবক রিকশা চালায় ছদ্মবেশে


জুবকের সার্টিফিকেট তিন চার আটা হাতে নাচে


এতে কি কাজ হবে ভাই টাকা ছাড়ো টেবিল তলে


এরা তো মোনাফেক আর দেশ ধ্বংসের মূল কারণে


ওদের আজ করবো তারা বাড়ি ছাড়া করবো এবার চল ..


** চলচল চল তোরা ওদের বারি চল ওদের ওই দরটা রেখে কল্লা ছিড়ে ফ্যাল ...2..




** এ দেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে


 কোটি প্রাণ ধুলার পরে সিজদা করো ক্ষোদার সনে


ওরা বলে আজান নাকি দেশের উপর শব্দ ফেলে


ওদের ওই কথা বলার শব্দটা তোরা কেড়ে নে


যে বলে দর থেকে মাথাটা আলাদা করে দে


মাটিতে দে মিশিয়ে ওদের মাথা দর


দরদর দর ওদের গলা চেপে দর  মুসলমানের রাষ্ট্র থেকে লাথি মেরে ফ্যাল..2



Wednesday, August 9, 2023

মায়ায় ঘেরা পৃথিবীটা , ছাইরা যাবো আমি

________ গানের শিরোনামঃ মায়ায় ঘেরা পৃথিবীটা , ছাইরা যাবো আমি ____________________________________ লেখক : jahirul islam akash কন্ঠ :- jahirul islam akash ____________________________________ ____________________________________ ||-- গানের লিরিক--|| মায়ায় ঘেরা পৃথিবীটা , ছাইরা যাবো আমি পাসে বোসে কাঁদবে মানুষ ,, পাসে বোসে কাঁদবে মানুষ কেউবা দিবে পানি ছাইরা যাবো আমিরে দয়াল , চোইলা যাবো আমি ছাইরা যাবো আমিরে দয়াল , মোইরা যাবো আমি কত মানুষ ডাকবো আমায় আর তো আসবো না সবই রবে আগের মতো , আমি রবো না সবাইরে কান্দাইয়া যাইব .... সবাইরে কান্দাইয়া যাইব ফিরবোনা আর বারি ছাইরা যাবো আমিরে দয়াল , চোইলা যাবো আমি ছাইরা যাবো আমিরে দয়াল , মইরা যাবো আমি

আমি মোরলে যাইব বুঝি সমস্যারও ধূলি মোনটা আগে মইরা গেছে ছাচাও যাইব ছারি কাফোনেতে যারাই গেলে .... কাফোনেতে জরাইগেলে ফুটবে কারো হাসি লাগাই দিবো বড়শি দয়াল ,, লাগাই দিবো বড়শি ছাইরা যাবো আমি দয়াল,, মইরা যাবো আমি


মায়ায় ঘেরা পৃথিবীটা , ছাইরা যাবো আমি পাসে বোসে কাঁদবে মানুষ ,, পাসে বোসে কাঁদবে মানুষ কেউবা দিবে পানি ছাইরা যাবো আমিরে দয়াল , চোইলা যাবো আমি ছাইরা যাবো আমিরে দয়াল , মোইরা যাবো আমি _______________________________ ___________________________


________________________________________________________________

 


Thursday, March 23, 2023

মোন পাতাতে তোর নাম লেখা , কিছু বুঝিনা তোকে ছাড়া

 মোন পাতাতে তোর নাম লেখা , কিছু বুঝিনা তোকে ছাড়া 

আকাশ জানে আর চন্দ্রতারা , ভালোবাসি তোরে নেই তুলনা ,, 

কথা দিবি ছাড়বিনা , মোনটা আমার ভাঙ্গবিনা 

তোকে নিয়ে বাধবো একটা ঘর  তুই ছাড়া নেইজে কেউ আমার ..2 ..

তোকে আমি রাখবোনাকো পর , তুই ছাড়া নেইযে কেউ আমার 



কথা দিবি ছাড়বি না, মোনটা আমার ভাঙ্গবিনা

তোকে নিয়ে বাধবো একটা ঘর তুই ছাড়া নেইযে তেউ আমার

তোকে আমি রাখবোনাকো পর, তুই ছাড়া নেইযে কেউ আমার 



মোন আমার মানেনা , বারোন আর সোনে না 

তুমি ছাড়া মোন সিতল হবেনা 

তোমার  ভালোবাসা , তোর হাসির ওই  মায়া 

কি তোরে যে ভুলি , ভোলো তো যাবেনা 

মোন পিনজিরে রাখবো দোরে , ছেড়ে যেতে দেবো না ...




তোকে নিয়ে বাধবো একটা ঘর  তুই ছাড়া নেইজে কেউ আমার ..2 ..

তোকে আমি রাখবোনাকো পর , তুই ছাড়া নেইযে কেউ আমার 

কি কোরে ভুলে থাকি যে বল , মোরেই মাযে উথাল পাথাল

 কি কোরে ভুলে থাকি যে বল , মোনেরই মাযে উথাল পাথাল 

কতোটা পথ পারি দিয়ে মাযে দিলি তুই হাতটা ছেড়ে 

ভালোলাগার দিন গুলি তুই দিলিযে কবোর 

দিন হোলে ঘুমের ওষুধ রাত স্মৃতির শহর 


যোনাকি পোকা দিচ্ছে উকি  তারারা করে ঝিকিমিকি

শিশিরে ভেজা সকাল খানি যোছনা মাখা ভরা রাএী 

পাইযে খুজে আমি তোরই হাসিতে 

বোলেছিলি থাকবি সাথে ছেড়ে কেন গেলি

বৃষ্টিরই দিন গুলোতে কে বিজাবে


কি ভাবে আমি ভুলবো তোকে . নাবোলে তুই গেলি চোলে

চেয়েথাকি তোর পথের দারে ধরাদিবি তুই কোন শহোরে 

খুজবি একদিন আমারে , থাকবো কবোরে

চোলে জাবো বিধির ধারে , আসবো না ফিরে...2..

....................